উত্তর কোরিয়া পারমাণবিক স্থাপনা ধ্বংসে প্রতিশ্রুতিবদ্ধ: যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়া তাদের সব পারমাণবিক স্থাপনা ধ্বংশের প্রতিশ্রুতি দিয়েছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিফেন বিগেন।

শুক্রবার ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণকালে তিনি একথা বলেন বলে জানিয়েছেন বিবিসি।

তিনি বলেন, যে কোনো চুক্তির আগে উত্তর কোরিয়াকে অবশ্যই তাদের পারমাণবিক অস্ত্র ও স্থাপনার পূর্ণাঙ্গ তালিকা দিতে হবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিয়ংইয়ংয়ের সঙ্গে যুদ্ধের সমাপ্তি দেখতে চান।

তিনি আরও বলেন, আমরা উত্তর কোরিয়া দখল করতে যাচ্ছি না। আমরা তাদের শাসনকাঠামোরও পরিবর্তন করতে চাচ্ছি না।

উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি করে বিগেন বলেন, উত্তর কোরিয়াকে তার পারমাণবিক কর্মসূচির বিস্তারিত বিশ্বের কাছে উন্মুক্ত করতে হবে এবং নিরস্ত্রীকরণ সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশটির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল রাখা হবে।

পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনায় কখনোই দক্ষিণ কোরিয়ায় অবস্থিত ২৮ হাজার ৫০০ মার্কিন সেনা প্রত্যাহারের প্রসঙ্গ আসেনি বলেও জানিয়েছেন এ মার্কিন দূত।

এর আগে ২০১৮ সালের জুনে সিঙ্গাপুরের সানতোসা দ্বীপে কিম-ট্রাম্প ঐতিহাসিক বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া আর পারমাণবিক হুমকি নয় ।

 

টাইমস/এমএএইচ/এক্স

Share this news on: