বিএনপিতে মুক্তিযুদ্ধের পক্ষশক্তি কোনঠাসা: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উভয় সংকটে পড়েছে বিএনপি। একদিকে অপরাজনীতির জন্য তারা নিন্দিত, অপরদিকে দলের ভেতরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষশক্তি কোনঠাসা হয়ে পড়েছে। ঘরোয়া সংকটেই দিশেহারা বিএনপি।

সোমবার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে। বিএনপিকে জনগণ বারবার প্রত্যাখ্যান করেছে। প্রত্যেকটি উপনির্বাচনে বিএনপি প্রচার-প্রচারণা না চালিয়ে, পোলিং এজেন্ট না দিয়ে, ভোটকেন্দ্রে না গিয়ে শুধু ভোট বর্জন করে গেছে। নির্বাচনের দিন দুপুর হলেই তারা ভোট বর্জন করে। এটা তাদের অপকৌশল।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ করে আওয়ামী লীগ সম্পাদক ও সেতুমন্ত্রী বলেন, দেশ এখন উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিটি জনপদে উন্নয়নের ছোঁয়া লেগেছে। কিন্তু বিএনপি দেশ নিয়ে, সরকার নিয়ে বারবার মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

 

টাইমস/এসএন

Share this news on: