সিলেটে ভূমিকম্প অনুভূত

সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

সিলেট আবহাওয়া অধিদফতরের সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে সিলেট অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। প্রায় ৪/৫ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে বাড়িঘর কেঁপে ওঠে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেট আবহাওয়া অধিদফতরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা এখনো নির্ণয় করা যায়নি।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: