সৌদিতে বন্যা ও বিদ্যুৎপৃষ্টে ৩০ জনের মৃত্যু

সৌদি আরবে গত একমাসে বন্যার সময় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সৌদির বেসামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, বন্যা ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের প্রাণহানি ঘটেছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ পর্যন্ত এক হাজার ৪৮০ জনকে উদ্ধার করা হয়েছে। যাদের বেশিরভাগই রাজধানী রিয়াদ থেকে। এছাড়া বন্যা কবলিত এলাকা থেকে তিনি হাজার ৮৬৫ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

এদিকে বন্যা কবলিত এলাকাগুলোতে না যাওয়ার জন্যে সৌদি নাগরিকদের জন্য বলা হয়েছে। একইসাথে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ারও আহবান জানিয়েছে বেসামরিক বাহিনী।

Share this news on: