সনদ ছাড়া যাত্রী পরিবহন করায় তার্কিশ এয়ারলাইন্সকে জরিমানা

কোভিড-১৯ নেগেটিভ সনদ ছাড়া তিন যাত্রীকে নিয়ে আসায় তার্কিশ এয়ারলাইন্সকে তিন লাখ টাকা জরিমানা করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কতৃর্পক্ষ।

জানা যায়, গত ১৩ জানুয়ারি দুপুরে ইস্তাম্বুল থেকে তার্কিশ এয়ারলাইন্সের যে ফ্লাইটটি ঢাকা এসে পৌঁছায়, সেখানে তিন যাত্রীর কোভিড পরীক্ষার কোন সনদ ছিল না। তারা তিনজনই বাংলাদেশি, একই পরিবারের সদস্য এবং যুক্তরাষ্ট্র থেকে যাত্রা করে ইস্তাম্বুল হয়ে তারা ঢাকায় পৌঁছান।

যুক্তরাষ্ট্র থেকে যাত্রা করার আগে তারা একজন ডাক্তারের কাছ থেকে চেকআপ করিয়ে এই মর্মে সনদ নেন যে, কোভিড-১৯ এর কোনো লক্ষণ তাদের মাঝে নেই। কিন্তু কোভিড-১৯ সনাক্তকরণের জন্য নির্ধারিত পিসিআর টেস্ট তারা কেউ করাননি।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল গণমাধ্যমকে জানান, যাত্রীরা ভুলে সনদ কোথাও ফেলে এসেছেন কিনা সেটি খতিয়ে দেখতে তাদের জরিমানা করার আগে সময় দেয়া হয়েছিল। পরে এয়ারলাইন্স কতৃর্পক্ষ নিশ্চিত হয় যে, তারা কোনো কোভিড নেগেটিভ সনদ নিয়ে আসেননি। যেকারণে তার্কিশ এয়ারলাইন্সকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া তিন যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: