২৫ জানুয়ারি ভ্যাকসিন আসবে ঢাকায়

করোনাভাইরাস প্রতিরোধে ক্রয় করা ৫০ লাখ ডোজ ভ্যাকসিন ২৫ জানুয়ারি ঢাকায় আসবে। বুধবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য সচিব বলেছেন, প্রথম মাসে ৬০ লাখ মানুষকে ভ্যাকসিন দেয়া হবে। তৃতীয় মাসে এরাই আবার দ্বিতীয় ডোজ পাবেন। প্রথম দিন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ফ্রন্টলাইনারসহ ২৫ জনকে এই ভ্যাকসিন দেয়া হবে।

পরদিন কুর্মিটোলা, কুয়েত মৈত্রী হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৫০০ জনকে এই ভ্যাকসিন দেয়া হবে বলে জানান জানান সচিব।

স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান আরও জানান, হাসপাতালের বাইরে কোনো কেন্দ্র হবে না। কারণ ভ্যাকসিন প্রয়োগের পর সবাইকে পর্যবেক্ষণে রাখা হবে। ভ্যাকসিন নেয়া সবাই টেলিমেডিসিনের আওতায় থাকবেন।

এছাড়া প্রতিদিন ভ্যাকসিন বুলেটিন প্রচার করা হবে। সেই সঙ্গে প্রতি টিমে দুজন ভ্যাকসিনেটর ও চারজন স্বেচ্ছাসেবক নিয়োজিত করার পাশাপাশি যাদের ভ্যাকসিন দেয়া হবে তাদের টেলিমেডিসিন সুবিধা দেয়া হবে বলেও জানান সচিব।

 

টাইমস/এসএন

Share this news on: