ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে আইসিসি সুপার লিগে তৃতীয় স্থান বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজে টানা দ্বিতীয় জয়ের পর, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। দুই ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের পরেই এখন বাংলাদেশের অবস্থান।

৬ ম্যাচের ৪টিতে জিতে মোট ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান দখলে রেখেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে ৬ ম্যাচের ৩টিতে জয়ের ফলে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড।

পয়েন্ট টেবিলে বাংলাদেশের পরেই চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান, ৩ ম্যাচের ২টি জয়ের ফলে দলটির মোট পয়েন্ট ২০। তবে নেট রান রেটে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের নেট রান রেট ১.৩৭৯, যেখানে পাকিস্তানের নেট রান রেট ০.৭৪১।

পয়েন্ট টেবিলে পাকিস্তানের পরে যথাক্রমে আফগানিস্তান, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ইন্ডিয়ার অবস্থান। 

অন্যদিকে সিরিজের শেষ ম্যাচেও জয় তুলে নিতে পারলে আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলে আরো এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থান দখল করে নেয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সামনে। বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের নেট রান রেট ০.৭৯০।

প্রসঙ্গত, শুক্রবার ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ফলে ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ এগিয়ে রয়েছে ২-০ ব্যবধানে।  আগামী সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। 

টাইমস/এনজে

Share this news on: