চুরি যাওয়া নবজাতক ফিরে পেল মায়ের কোল, যশোরে গেপ্তার ২

যশোরের শার্শা উপজেলা থেকে চুরি হওয়া ২৪ দিনের নবজাতককে সাতক্ষীরা থেকে উদ্ধার করা হয়েছে। ওই শিশুর নাম তাহসিন। শিশু তাহসিন শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের আশরাফুল ইসলাম ও জন্নাতুল দম্পতির একমাত্র সন্তান।

শনিবার (২৩ জানুয়ারি) রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রাম থেকে নবজাতককে উদ্ধার করে পুলিশ।

এদিকে এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন- কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের মিলন গাজীর স্ত্রী সালমা খাতুন (২৩) ও তার শ্বশুর লুৎফর গাজী (৫৫)।

শার্শা থানার ওসি বদরুল আলম খান গণমাধ্যমকে বলেন, লুৎফর রহমান গাজীর বাড়ি থেকে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শিশুটিকে উদ্ধার করা হয়। এর পর অভিভাবকদের কাছে নবজাতকটিকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

ওসি জানান, এর আগে গত বুধবার (২০ জানুয়ারি) শার্শা থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেন নবজাতকের বাবা-মা। শিশুটি উদ্ধারের পর ওই মামলাটি নিয়মিত মামলা হিসেবে নেওয়া হয়েছে।

আটক আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য যশোর পিবিআই হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান ওসি বদরুল ইসলাম খান।

 

টাইমস/এসএন

Share this news on: