‘দশম-দ্বাদশ শ্রেণিতে নিয়মিত, অন্যদের সপ্তাহে একদিন ক্লাস’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ফেব্রুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হলে প্রাথমিক পর্যায়ে দশম ও দ্বাদশ শ্রেণির নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হবে। অন্যান্য শ্রেণির ক্লাস হবে সপ্তাহে একদিন।

রোববার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদে আইন প্রণয়নের আলোচনায় সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে একদিন ক্লাসে আসবে। একদিন ক্লাসে এসে তারা পুরো সপ্তাহের পড়া (বাড়ির কাজ) নিয়ে যাবে। পরের সপ্তাহে আবারও একদিন তারা ক্লাস করবে।

শিক্ষামন্ত্রী বলেন, ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে সংশ্লিষ্ঠদের নির্দেশ দেয়া হয়েছে। আমাদের শিক্ষার্থী অনেক। শ্রেণিকক্ষে তাদের গাদাগাদি করে বসতে হয়। এজন্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য সপ্তাহে একদিন ক্লাস করানোর পরিকল্পনা নেয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে ক্লাস সংখ্যা বাড়ানো হবে।

ডা. দীপু মনি আরও বলেন, এ বছর যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশ নিবে, তারা এক বছর সরাসরি ক্লাস করতে পারেনি। অনলাইন ও টিভিতে অনেকে ক্লাস করেছে। কিছু কিছু শিক্ষার্থী একেবারেই ক্লাস করেনি। তাই সব কিছু মাথায় রেখে এ বছরের জন্য সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: