নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলার হুমকি বিএনপি প্রার্থীর

নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিলেন চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদের পরাজিত প্রার্থী বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, ইভিএমে ভোটের ফলাফল প্রিন্টেড কাগজে দেওয়ার কথা থাকলেও তা না দিয়ে হাতে লেখা কাগজে দেয়া হয়েছে। ২৭ তারিখের মধ্যে সেই প্রিন্টেড কাগজ দিতে না পারলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করা হবে।

রোববার (৩১ জানুয়ারি) নগরীর নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

ডা. শাহাদাত অভিযোগ করে বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে পুলিশ এবং প্রশাসনের সহযোগিতায় পরিকল্পিত ভাবে ভোট ডাকাতি করা হয়েছে। নির্বাচনে সাড়ে ৭ শতাংশ ভোট পড়লেও নির্বাচন কমিশন কারচুপি করে সাড়ে ২২ শতাংশ দেখিয়েছে।

সংবাদ সম্মেলনে চসিক নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দাবি করেন বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হয়। তাতে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেনকে প্রায় তিন লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: