বাংলাদেশকে কৃতজ্ঞতা জানিয়ে জাতিসংঘ মহাসচিবের চিঠি

মিয়ানমারে বর্বর নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছে জাতিসংঘ। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনকে লেখা এক চিঠিতে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রোববার (৩১ জানুয়ারি) পররাষ্ট্র দপ্তরের একটি সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

এর আগে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে কার্যকর পদক্ষেপের আশ্বাস বাংলাদেশকে দিয়েছিল বিশ্ব সংস্থাটি। জাতিসংঘ জানিয়েছিল, তারা মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে একই আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন আন্তোনিও গুতেরেস।

জাতিসংঘ মহাসচিব চিঠিতে বলেছেন, জাতিসংঘের উদ্যোগকে সমর্থন দেয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ। পাশাপাশি রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধানের জন্য আরও আন্তর্জাতিক সহায়তার লক্ষ্যে মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূতের সাথে বাংলাদেশের অব্যাহত সহযোগিতা কামনা করছি।

 

টাইমস/এসএন

Share this news on: