বাংলাদেশের কাছে ভ্যাকসিন চায় হাঙ্গেরি ও বলিভিয়া

বাংলাদেশের কাছ থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে চায় ইউরোপের দেশ হাঙ্গেরি এবং দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। রোববার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপনে অংশ নিয়ে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হাঙ্গেরী ৫ হাজার ডোজ ভ্যাকসিন চেয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদনে বাংলাদেশ থেকে সেটি পাঠানো হবে। বলিভিয়াও ভ্যাকসিন চেয়েছে। তবে এ ব্যাপারে প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করবে।

তিনি আরও জানান, পৃথিবীর ৩৫টি দেশ এখন পর্যন্ত ভ্যাকসিন কেনার চুক্তি করেছে। আর ভ্যাকসিন কিনেছে ২২টি দেশ, যার মধ্যে বাংলাদেশ অন্যতম।

এসময় টিকা নিয়ে গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার হুমকী দেন পররাষ্ট্রমন্ত্রী।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: