বাগেরহাটে হরিণের মাংসসহ বাবা-ছেলে আটক

বাগেরহাটের রামপাল থেকে ৪২ কেজি হরিণের মাংসসহ দুই শিকারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ভোরে রামপাল উপজেলার বগুড়া নদীর চর থেকে তাদের আটক করে বাগেরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটক দুজন হলেন- আব্দুর রহমান শেখ (৫২) এবং তার ছেলে মোস্তাকিন শেখ (২৭)। তাদের বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামে। তারা পেশাদার হরিণ শিকারি বলে পুলিশ জানায়।

জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ওই শিকারিচক্র দুই দিন আগে সুন্দরবন থেকে তিনটি হরিণ শিকার করে। এর পর তারা হরিণ জবাই করে মাংস বিক্রির জন্য লোকালয়ে নিয়ে আসে।

এ নিয়ে দুই সপ্তাহে পৃথক অভিযানে ১১১ কেজি হরিণের মাংস, ১৯টি হরিণের এবং একটি বাঘের চামড়া উদ্ধার করা হয়। এ সময়ে বাঘ ও হরিণ শিকারিচক্রের ৯ সদস্যকে আটক করা হয়।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: