এবার এসএসসিতে অটোপাসের দাবিতে বিক্ষোভ

চলতি বছরের (২০২১ সাল) এসএসসি ও সমমানের পরীক্ষায় ‘অটোপাসের’ দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে পরীক্ষার্থীরা। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকা ও নরসিংদীতে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদীতে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ডিসি রোড প্রদক্ষিণ শেষে নরসিংদী প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা অটোপাসের দাবিতে বিক্ষোভ করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) বেলাল হোসেন, সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার চৌধুরী ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের শান্ত করেন।

এদিকে মঙ্গলবার রাজধানীর ফার্মগেট এলাকায় আনন্দ সিনেমা হলের সামনে এসএসসি ও সমমান পরীক্ষা না নিয়ে ‘অটোপাসের’ দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। জেএসসি বা নবম শ্রেণির ফলাফল মূল্যায়নের ভিত্তিতে অটোপাসের ফল ঘোষণার দাবি জানায় তারা।

 

টাইমস/এসএন

Share this news on: