আল জাজিরার প্রতিবেদন উদ্দেশ্যমূলক : ওবায়দুল কাদের

শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আল জাজিরার প্রতিবেদন উদ্দেশ্যমূলক ও অপপ্রচারের নোংরা বহিঃপ্রকাশ। লন্ডনে বসে যারা দেশবিরোধী অপপ্রচার করছে এই প্রতিবেদন তারই অংশ। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে, সরকারের সমালোচনাও করছে, দেশের এত ভাইব্রেন্ট এবং এক্টিভ মিডিয়া যেখানে কোনো ধরনের তথ্য পায়নি সেখানে আল জাজিরা টেলিভিশনের শেখ হাসিনাকে নিয়ে অসত্য তথ্য প্রচার অত্যন্ত নিন্দনীয়।

তিনি আরও জানান, শেখ হাসিনা সরকার অন্যায় দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। বাংলাদেশের আইন নিজস্ব গতিতে এবং স্বাধীনভাবে চলছে। দুর্নীতি দমন কমিশন নিজস্ব আইনগত ক্ষমতা অনুযায়ী চাপমুক্ত হয়ে কাজ করছে বলেও দাবি করেন তিনি।

কোনো ব্যক্তি বিশেষের দায়কে সরকার প্রধানের উপর চাপিয়ে দেয়া সঠিক সাংবাদিকতা নয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এসময় দেশবিরোধী অপশক্তির এজেন্ডা বাস্তবায়নে সহযোগী না হয়ে এ ধরনের উদ্দেশ্যমূলক, বিভ্রান্তিকর এবং একপেশে প্রতিবেদন বন্ধে আল জাজিরা টেলিভিশন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: