পাকিস্তানে ইরানের সার্জিক্যাল স্টাইক, ৫০ জঙ্গি নিহত

এবার জঙ্গি দমনে পাকিস্তানের বেলুচিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে ইরান। বেলুচিস্তানের কয়েক কিলোমিটার ভিতরে প্রবেশ করে দেশটির সেনাবাহিনীর চৌকস ফোর্স ইরানি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সার্জিক্যাল স্ট্রাইকে অন্তত ৫০ জন জঙ্গি নিহত হয়েছে বলে দাবি ইরানের।

ইরানি সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ জানুয়ারি গভীর রাতে পাকিস্তানের বেলুচিস্তানের সীমান্তবর্তী এলাকায় ব্যাপক অভিযান চালায় আইআরজিসি। এসময় জঙ্গিদের সাথে আইআরজিসির সেনাদের তুমুল সংঘর্ষ হয়। এতে ইরানের বিশেষ এই বাহিনীর বেশ কয়েকজন আহত হন।

ইরানের সেনাবাহিনীর সূত্রে পার্স টুডে জানিয়েছে, গত দুই বছরের বেশি সময় ধরে বেলুচিস্তানের জঙ্গিদের হাতে ইরানের দুই সেনা সদস্য বন্দি ছিলেন। ওই সেনাদের উদ্ধার করতেই মূলত আইআরজিসি এই অভিযান চালিয়েছে।

তবে ইরানের সার্জিক্যাল স্ট্রাইকের ব্যাপারে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

টাইমস/এসএন

Share this news on: