ঝিনাইদহে করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন

ঝিনাইদহে করোনার গণটিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় জেলা সদর হাসপাতালে কর্মসূচীর উদ্বোধন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. হারুন অর রশীদ প্রমুখ বক্তব্য রাখেন।

এরপর করোনার টিকা নেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

এদিকে প্রথম দিনেই জেলার ৬টি উপজেলায় ১০৪ জনকে করোনার টিকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেলিনা বেগম। তিনি জানান, কালীগঞ্জ উপজেলায় প্রথম করোনার টিকা নিয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। শৈলকুপা উপজেলায় টিকা নিয়েছেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো. আবদুল হাই।

 

টাইমস/এফএ/এসএন

Share this news on: