নিউজিল্যান্ড সফরেও থাকছেন না সাকিব

কুঁচকির ইনজুরি নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম টেস্টের মাঝপথে ছিটকে পড়েন সাকিব আল হাসান। দ্বিতীয় টেস্টেও মিরপুরের মাঠে নামা হলো তার। চোটের কারণে এখন বিশ্রামে রয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার।

বিশ্রামে থাকাবস্তায় এবার বিসিবির কাছে ছুটির আবেদন করেছেন সাকিব। ছুটি মঞ্জুর হলে তিনি উড়াল দেবেন আমেরিকায়। ছুটির আবেদনে সাকিব জানিয়েছেন, সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে চান তিনি।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, সাকিবের ছুটি মঞ্জুর হয়েছে। ধারণা করা হচ্ছে, বাংলাদেশ দলের আসন্ন নিউজিল্যান্ড সফরেও তিনি থাকতে পারবেন না। সাকিবের ছুটি মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেসন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

তিনি গণমাধ্যমকে বলেন, নিউজিল্যান্ড সফরে সাকিবকে পাচ্ছেনা বাংলাদেশ। ছুটি নিয়ে পরিবারের সঙ্গে থাকতে চায় সাকিব। আমরা বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করে তাকে ছুটি দিয়েছি।

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে ২৩ ফেব্রুয়ারি দেশ ছাড়বে ৩৫ সদস্যের বাংলাদেশ দল।

 

টাইমস/এসএন

Share this news on: