রাঙামাটিতে ইউপি সদস্যকে হত্যার ঘটনায় মামলা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদে ঢুকে ইউনিয়ন পরিষদ সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় সাবেক এক উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে জেএসএস সন্তু লারমা দলের ১০ সদস্যের নাম উল্লেখ করে মোট ১৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন রূপকারী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বিনয় চাকমা।

বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বলেন, ময়নাতদন্ত শেষে নিহত সমর বিজয় চাকমার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। দোষীদের ধরতে কাজ চলছে বলেও জানান তিনি।

এরআগে বুধবার দুপুরে রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিস রুমে ঢুকে গুলি করে ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে হত্যা করা হয়। তিনি উপজেলার রূপকারী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। এছাড়া পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: