মেডিকেল ভর্তি পরীক্ষা পেছানোর দাবি শিক্ষার্থীদের

এবার ভর্তি পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তিচ্ছুরা। শিক্ষার্থীদের এই দাবির বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মেডিকেলের ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে এরই মধ্যে ফেসবুক গ্রুপও খুলেছেন শিক্ষার্থীরা। ওই গ্রুপে সব সময় আপডেট তথ্য দিয়ে যাচ্ছেন তারা।

অধিকাংশ শিক্ষার্থীরা বলছেন, করোনার ঝুঁকি মাথায় নিয়ে তারা ভর্তি পরীক্ষায় অংশ নিতে চান না। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এরই মধ্যে অন্যান্য সব পরীক্ষা পিছিয়েছে। তাহলে এমন পরিস্থিতির মধ্যে মেডিকেলের ভর্তি পরীক্ষা নেয়া ঠিক হবে না।

শিক্ষার্থীরা দাবি করছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন নিশ্চিত করেই পরীক্ষা দিতে চান তারা। কেননা ভর্তি পরীক্ষার সাথে কেবল তারাই নন, তাদের পরিবারও জড়িত রয়েছে। সব মিলিয়ে এবার ভর্তি পরীক্ষা প্রায় চার লাখ মানুষের সমাগম হবে। ফলে পরীক্ষা দিতে গিয়ে অনেকেই করোনায় আক্রান্ত হতে পারেন। তাই পরীক্ষা পেছানোর দাবি তুলেছেন তারা।

এদিকে পরীক্ষা পেছানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। তবে শিক্ষার্থীদের দাবির বিষয়টি ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির বৈঠকে আলোচনা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।

এ প্রসঙ্গে ২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভাপতি ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এবিএম মাকসুদুল আলম গণমাধ্যমকে বলেন, পরীক্ষা পেছানোর যে দাবি শিক্ষার্থীরা করছেন সে বিষয়ে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির বৈঠকে আলোচনা হবে। তারপর আমরা সিদ্ধান্ত নেব।

 

টাইমস/এসএন

Share this news on: