বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিক্সার চার যাত্রী নিহত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চার জন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিরা চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- শাজাহানপুর উপজেলার আনারপুর গ্রামের অটোরিক্সাচালক শাহ জামাল (৩৪) ও একই গ্রামের কালীদাস (৭২)। নিহত বাকি দুইজনের পরিচয় পাওয়া যায়নি।

শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, ঢাকা-বগুড়া মহাসড়কে অটোরিক্সা চলাচল নিষিদ্ধ রয়েছে। সকালে অটোরিক্সাটি গ্যাস নেয়ার জন্য মহাসড়ক দিয়ে গ্যাসস্টেশনে যাচ্ছিল। এসময় চেকপোস্টের কাছে স্পিডব্রেকার দেখে অটোরিক্সাটি থামে। এসময় পেছন থেকে একটি বাস অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়।

পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানিয়েছেন ওসি আবদুল্লাহ আল মামুন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ