নয়াপল্টনে ৩০ হামলাকারী শনাক্ত, গ্রেফতার ৬০

রাজধানী নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সমানে পুলিশের উপর হামলার ঘটনায় ৩০ জনকে শনাক্ত করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা তিনটি মামলা করেছি। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ফুটেজ দেখে ৩০ জনকে শনাক্ত করা হয়েছে। বাকিদেরও শনাক্ত করা হচ্ছে।

মামলার ব্যাপারে তিনি বলেন, মামলা নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য ডিএমপির গোয়েন্দা বিভাগ ও মতিঝিল ক্রাইম বিভাগের চৌকস অফিসারদের দায়িত্ব দেয়া হয়েছে। দোষীদের শনাক্ত করে সবাইকে আইনের আওতায় আনা হবে।

হামলার বিবরণ দিয়ে ডিএমপি কমিশনার বলেন, বিএনপি অফিসের সামনে পুলিশের উপর অতর্কিত আক্রমণ ছিল পূর্ব পরিকল্পিত। হামলায় পুলিশের নতুন দুটি গাড়ি পোড়ানো হয়েছে। পাঁচজন কর্মকর্তাসহ ২৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে বাঁশ ও লাঠি দিয়ে পেটানো হয়েছে। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়া হয়েছে। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন।

আছাদুজ্জামান মিয়া বলেন, হামলা কিভাবে হয়েছে মিডিয়ার মাধ্যমে দেশবাসীসহ বিশ্বের সবাই দেখেছে। গাড়িতে আগুন লাগিয়ে ও গাড়ির উপর দাঁড়িয়ে তারা তাণ্ডব চালিয়েছেন। ইতিমধ্যে আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে তাদের পরিচয় পেয়েছি। তারা সকলেই বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

Share this news on:

সর্বশেষ