পশ্চিমবঙ্গে ভোট: মমতার টিকিট পেলেন যেসব ফিল্ম তারকা

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আসন্ন। ভোটের ডামাডোলে রাজ্য জুড়ে চলছে নানা জল্পনা-কল্পনা। কোন আসনে প্রার্থীকে, কে লড়বেন কার বিরুদ্ধে, এসব নিয়েই আলোচনা পশ্চিম বাংলায়। এরই মধ্যে ২৯১ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। তালিকায় জায়গা পেয়েছেন নামকরা সব নায়ক-নায়িকা, টিভি তারকা ও ক্রিকেটার।

তবে কলকাতার মসনদে কে বসবেন, ক্ষমতাসীন মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস নাকি নরেন্দ্র মোদির বিজেপি, তা নিয়ে চলছে হিসেব নিকেশ। ভোটের দৌড়ে পিছিয়ে নেয় ভারতের প্রাচীন দল কংগ্রেস-বামজোট।

এনডিটিভি ও আনন্দবাজারের খবরে বলা হয়েছে, শুক্রবার (৫ মার্চ) ২৯১টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকায় টালিউডের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী জায়গা দিয়েছেন তিনি। রেখেছেন ক্রিকেট তারকাও।

মমতার ঘোষণা মতে, অভিনেত্রী সায়নী ঘোষ (আসানসোল দক্ষিণ), পরিচালক রাজ চক্রবর্তী (ব্যারাকপুর), কীর্তন শিল্পী অদিতি মুন্সি (রাজারহাট-গোপালপুর), সৌরভ চক্রবর্তী (আলিপুরদুয়ার), নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (বাঁকুড়া), ইন্দ্রনীল (চন্দনগন), সোহম চক্রবর্তী (চণ্ডীপুর), রত্না চট্টোপাধ্যায় (বেহালা পূর্ব), ক্রিকেটার মনোজ তিওয়ারি (শিবপুর) এবং কৌতুক অভিতো কাঞ্চন মল্লিক (উত্তরপাড়া) তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

টাইমস/এসএন

Share this news on: