তিউনিসিয়ায় ইউরোপ অভিমুখী নৌকাডুবি: ৩৯ অভিবাসীর মৃত্যু

আফ্রিকা থেকে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনায় ৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) তিউনিসিয়ায় দুটি নৌকাডুবির ঘটনা ঘটে। এসব নৌকার সবাই ইউরোপে অভিবাসনপ্রত্যাশী।

তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, নৌকাডুবির সঙ্গে সঙ্গে সমুদ্রে উদ্ধার অভিযান শুরু করে তিউনিসিয়ার নৌবাহিনী। এখন পর্যন্ত ৩৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় সমুদ্র থেকে ১৬৫ অভিবাসীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে তিউনিসিয়ার নৌবাহিনী। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলেও জানিয়েছে আনাদোলু এজেন্সি।

সংবাদমাধ্যমটি জানায়, আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের বাসিন্দাদের নিয়ে সোমবার (৮ মার্চ) রাতে নৌকা দুটি ইউরোপের উদ্দেশে রওনা করে। তবে পরদিন মঙ্গলবার তিউনিসিয়ার বন্দর এসফ্যাক্সের কাছে দেশটির কোস্টগার্ড নৌকা দুটিকে ডুবে যাওয়া অবস্থায় শনাক্ত করে।

জীবন-জীবিকার তাগিদে মৃত্যুঝুঁকি নিয়ে ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন তারা। এভাবে প্রতিনিয়ত আফ্রিকা থেকে ইউরোপে ধেয়ে আসছে অভিবাসনপ্রত্যাশীদের বহর।

 

টাইমস/এসএন

Share this news on: