নরেন্দ্র মোদীর সফর ঘিরে সাতক্ষীরায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে সাতক্ষীরায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সোমবার দুপুরে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে এ কথা জানান র‌্যাবের মহা-পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

র‌্যাব মহা-পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ধরনের প্রত্যন্ত অঞ্চলে এমন অতিথি সারাজীবনে একবারই পাওয়ার সম্ভাবনা থাকে। তাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে সফলরুপ দিতে যা যা করা দরকার সবকিছু করা হবে। তবে যদি কোনো ব্যক্তি বা সংগঠন এই আয়োজনের নিরাপত্তায় বিঘ্নতা সৃষ্টির চেষ্টা করে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

আগামী ২৬ ও ২৭ মার্চ নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর করবেন। এই সময়ের মধ্যে তিনি সাতক্ষীরার সুন্দরবন উপকুলবর্তী ঈশ্বরীপুরের ঐতিহ্যবাহী ‘যশোরেশ্বরী মন্দির’ পরিদর্শন করার কথা রয়েছে। সেখানে পূজা-অর্চনা শেষে গোপালগঞ্জ মতুয়া সম্প্রদায়ের মন্দিরে যাওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদীর।

 

টাইমস/এসজে

Share this news on:

সর্বশেষ