আগুনে পুড়ে মারা যায়নি কেউ : ঢামেক পরিচালক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ আইসিইউ’তে আগুন লাগার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। তবে আগুনে দগ্ধ হয়ে কেউ মারা যাননি বলে জানিয়েছেন ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। এমনকি কেউ আগুনে গগ্ধও হননি বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১৭ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেরর আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় করোনা রোগীদের জন্য নির্ধারিত আইসিইউ’তে থাকা তিন রোগী মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, অগ্নিকাণ্ডের পর আইসিইউ’তে থাকা রোগীদের অন্য স্থানে স্থানান্তরের পর চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। আইসিইউতে ১৪ জন রোগী ছিলেন। সবার অবস্থাই সঙ্কটাপন্ন। সবাইকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তবে আগুনে দগ্ধ হয়ে কেউ মারা যাননি, এমনিক কেউ আহতও হননি।

ঢামেক পরিচালক আরও বলেন, অক্সিজেনের লাইন থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে আইসিইউতে থাকা অনেক যন্ত্রপাতি পুড়ে গেছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: