মুজিববর্ষের অনুষ্ঠানমালার পর্দা উঠলো

মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনের অনুষ্ঠানমালা ‘মুজিব চিরন্তন’র আনুষ্ঠানিক পর্দা উঠেছে। বুধবার (১৭ মার্চ) বিকাল সাড়ে ৪টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে শিশুদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে ১০ দিনের বর্ণাঢ্য আয়োজন শুরু হয়েছে। নানা আয়োজনের মধ্যদিয়ে ২৬ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকাল সাড়ে ৪টায় এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, বহুল আকাঙ্খিত এ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন পাঁচ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। এরই মধ্যে বুধবারের (১৭ মার্চ) অনুষ্ঠানে যোগ দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহ, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৭ মার্চ) সকালে ঢাকায় পৌছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ। এসময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নেতৃত্বে তাকে অভ্যর্থনা জানান আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ সরকারের গুরুত্বপূর্ণ পদস্থরা। পরে দুই দেশের জাতীয় সংগীত বাজিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এদিকে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে দেশি-বিদেশি শিল্পীরা মহড়ার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন। মূলত ১০ দিনের এ অনুষ্ঠান প্রতিদিন পৃথক পৃথক প্রতিপাদ্যের ওপর নানা পরিবেশনা প্রদর্শিত হবে। সাংস্কৃতিক আয়োজনে অংশ নিচ্ছে ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, জাপান, ভারতসহ বিভিন্ন দেশের শিল্পীরা।

 

টাইমস/এসএন

Share this news on: