রাণীশংকৈলে দুইজন জেএমবি সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দুইজন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

গ্রেপ্তাররা হলেন, রাণীশংকৈল উপজেলার চেংমারী সম্পদবাড়ী গ্রামের আজাহার আলীর ছেলে এমদাদুল হক (৩১) এবং তার ছোট ভাই শহিদুল ইসলাম (২৫)। দুজনই পুরাতন জেএমবির ঠাকুরগাঁও জেলার ইছাবা (সামরিক) বিভাগের সক্রিয় সদস্য বলে দাবি পুলিশের।

পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, গত বুধবার গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাণীশংকৈল উপজেলার চেংমারী সম্পদবাড়ী গ্রামের আজাহার আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের বাড়ি থেকে পাঁচটি জিহাদি বই এবং দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা পুরাতন জেএমবির ইছাবা (সামরিক) বিভাগের সক্রিয় সদস্য বলে জানিয়েছেন। তারা সামরিক কার্যক্রম ও অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন জেলা সফর করে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

টাইমস/এসজে

Share this news on: