যশোর পৌরসভা নির্বাচন বর্জন করল বিএনপি

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ না থাকায় যশোর পৌরসভার সাধারণ নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নিল বিএনপি মনোনীত প্রার্থী মারুফুল ইসলাম মারুফ। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে যশোর প্রেসক্লাবে জেলা বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

আগামী ৩১ মার্চ যশোর পৌরসভার নির্বাচনে তিনি দলের মনোনয়ন নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাবেক মেয়র মারুফুল ইসলাম বলেন, বর্তমান সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভাবনা নয়। যা দেশে চলমান পৌরসভা নির্বাচনের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে। আর তাই কেন্দ্রীয়ভাবে বিএনপি আসন্ন স্থানীয় সরকারের সকল নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহবায়ক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোযার হোসেন খোকন ও নগর বিএনপির সাধারণ সম্পাদক মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু উপস্থিত ছিলেন।

 

টাইমস/এসজে

Share this news on: