বিসিএস পরীক্ষার্থীদের যে অনুরোধ করল ডিএমপি

আগামীকাল শুক্রবার (১৯ মার্চ) ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। তাই ঢাকায় যেসব পরীক্ষার্থী বিসিএসে অংশ নিবেন তাদেরকে হাতে সময় নিয়ে সকাল বেলায় বের হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৮ মার্চ) ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, ১৯ মার্চ (শুক্রবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগত বিদেশি ভিভিআইপিদের গমনাগমনের জন্য ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এছাড়া কিছু কিছু সময়ের জন্যে যান চলাচল বন্ধও থাকবে।

এমন পরিস্থিতিতে শুক্রবার অনুষ্ঠিতব্য ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই সকল পরীক্ষার্থীকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে তাদের নিজ নিজ বাসস্থান হতে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে বের হওয়ার অনুরোধ করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, সকাল সাড়ে ৮টার মধ্যে পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। একই সঙ্গে পরীক্ষার্থীদের সাময়িক অসুবিধার জন্য ডিএমপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সংস্থাটি।

 

টাইমস/এসএন

Share this news on: