‘সামাজিক দায়বদ্ধতা থেকেই শিশুদের জন্য লিখি’

শিশুতোষ লেখক আব্দুল্লাহ আল মামুন। বাড়ি খুলনার রুপসা থানার শিরগাতী গ্রামে। পেশাগত জীবনে একজন ব্যাংকার হলেও লেখালেখি তার নেশা।

স্কুলজীবনে লেখালেখি হাতেখড়ি হলেও ২০০৬ সাল থেকে বই লেখা শুরু করেন তিনি। কবিতা, গল্প, উপন্যাস ও ছড়া মিলে এ পর্যন্ত তার ১০ টি বই প্রকাশিত হয়েছে।

এবার বইমেলায় এই লেখকের ‘ভূতের ফুটবল খেলা’ নামে একটি বই বের হয়েছে।

বইটি প্রসঙ্গে আব্দুল্লাহ আল মামুন বলেন, বইটিতে আমি শহর ও গ্রামের ভূতের মধ্যকার শৃঙ্খলার বিষয়টি তুলে ধরেছি। ভূতদের ফুটবল খেলার মাধ্যমে উভয়পক্ষের কৃষ্টি-কালচার সম্পর্কে ধারণা দেয়ার চেষ্টা করেছি।

তিনি বলেন, আসলে সমাজিক দায়বদ্ধতা থেকেই শিশুদের জন্য আমার বই লেখা। সমাজের নীতি নৈতিকতা ও মূল্যবোধের যে ঘাটতি প্রতিনিয়ত দেখা যায় সেগুলোকে তুলে ধরার চেষ্টা করি।

এই লেখক জানান, এ পর্যন্ত আমার অনেকগুলো বই বের হয়েছে। এগুলো হলো- ভূতের ক্রিকেট খেলা, ফুল পাখিদের বনভোজন, পরীদের দেশে, চোর, হাসি ঠাট্টার ছড়া, ফুলের ছড়া, ফলের ছড়া, প্রাণীর ছড়া, ভূতের ফ্যাশন শো। এসব ছোট বাচ্চাদের কবিতা ও উপন্যাস।

আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, বাচ্চাদের মধ্যে যদি নীতি নৈতিকতার মূল্যবোধ ছড়িয়ে দিতে পারি তাহলে তারা সচেতন হবে। আমার লেখায় প্রচুর হাসি আনন্দ থাকলেও শিশুরা সঠিক দিক নির্দেশনা পাবে।

তিনি বলেন, আসলে আমি বই লেখা শুরু করেছি ২০০৬ সালে। তবে লেখালেখির প্রবণতা শুরু হয় স্কুল থেকেই। আমি যখন অষ্টম শ্রেণিতে পড়ি তখন বনফুল নামের একটি কাব্যগ্রন্থে আমার প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল।

শিশুতোষ এই লেখক খুলনা সরকারি সিটি কলেজ থেকে এইচএসসি পাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি হন। সেখান থেকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে বিএসসি ও এমএসসি করেন। 

 

টাইমস/টিআর/এক্স

Share this news on:

সর্বশেষ

img
তানজিদের অভিষেক ফিফটিতে টাইগারদের বড় জয় May 03, 2024
img
শনিবার থেকে ট্রেনে বাড়তি ভাড়া, কোন রুটে কত May 03, 2024
img
আরআরআর'র সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক তাওহীদুল ইসলাম May 03, 2024
img
মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হলো আসিফের May 03, 2024
img
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা : জয়দেবপুর স্টেশন মাস্টারসহ তিনজন সাময়িক বরখাস্ত May 03, 2024
img
নির্বাচনী আচরণবিধি না মানলে কাউকে ছাড় দেয়া হবে না: ইসি রাশেদা May 03, 2024
img
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তানজিদের অভিষেক May 03, 2024
img
অতি গরমের প্রভাব বাজারে, বেড়েছে মুরগি-সবজির দাম May 03, 2024
img
সরকারকে যারা চাপে রাখতে চেয়েছিল তারা নিজেরাই চাপে আছে: ওবায়দুল কাদের May 03, 2024
img
শনিবার বন্ধ থাকবে ২৫ জেলার স্কুল-মাদরাসা May 03, 2024