সারাদেশে বিএনপির বিক্ষোভ সোমবার

ঢাকাসহ সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি। সোমবার (২৯ মার্চ) ঢাকাসহ সব মহানগরীতে বিক্ষোভ সমাবেশ ও মঙ্গলবার সারাদেশের সব জেলা সদরে বিক্ষোভ মিছিল করবে দলটি। স্বাধীনতা দিবসে বায়তুল মোকাররকম জাতীয় মসজিদ ও হাটহাজারী মাদ্রাসায় হত্যাকাণ্ডের প্রতিবাদে দলটি এ কর্মসূচি দিয়েছে।

শনিবার (২৭ মার্চ) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে দলের জাতীয় স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সভায় দলের মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু অংশ নেন।

সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি বলেন, প্রত্যেকটা সংগঠনের, প্রত্যেকটা নাগরিকের প্রতিবাদ করার সাংবিধানিক অধিকার রয়েছে। তবে হেফাজতে ইসলামের রোববারের সকাল-সন্ধ্যা হরতালে বিএনপি আনুষ্ঠানিক ভাবে সমর্থন দেবে না।

মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে নিরাপরাধ জনগণের শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালিয়েছে পুলিশ। সরকারের ইশারায় এই হত্যাকা- চালানো হয়েছে। এরই প্রতিবাদে ২৯ মার্চ ঢাকাসহ সব মহানগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ৩০ মার্চ জেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বিএনপি।

 

টাইমস/এসএন

Share this news on: