হরতাল বাড়ানোর খবর ‘গুজব’ : হেফাজত

হরতাল আরও ২৪ ঘন্টা বাড়ানোর যে খবর বেরিয়েছে তা ‘গুজব’ বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা মো. ফয়সাল। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে হেফাজতের সমাবেশ চলাকালে হরতাল আরও ২৪ ঘন্টা বাড়ানো হয়েছে বলে খবর বের হয়। বিষয়টি হেফাজত নেতাকর্মীদের নজরে আসে। পরে তারা গণমাধ্যমে বিবৃতি পাঠায়।

বিবৃতিতে বলা হয়েছে, সোমবার সকাল সন্ধ্যা হরতাল ডাকা বা হরতাল বাড়ানোর কোন সিদ্ধান্ত হেফাজতে ইসলাম গ্রহণ করেনি, এরকম কোনো পরিকল্পনাও সংগঠনটির নেই। কাজেই হরতাল বাড়ানোর যে খবর বেরিয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও ‘গুজব’।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধীতাকে কেন্দ্র করে হেফাজতের সঙ্গে বায়তুল মোকাররম, চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও সরকারসমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে হেফাজতের কয়েকজন কর্মী নিহত হওয়ার প্রতিবাদে রোববার হরতালের ডাক দেয় সংগঠনটি।

 

টাইমস/এসএন

Share this news on: