আফগানিস্তানে তিন নারী স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে তিন নারী স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) এ ঘটনা ঘটে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। নিহতরা দেশটিতে পোলিও টিকাদান কর্মসূচিতে কাজ করতেন।

প্রাদেশিক সরকার জানিয়েছে, পৃথক দুটি স্থানে গুলি করে তাদের হত্যা করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারও গুলির বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিকাদান কর্মসূচির প্রধান গোলাম দস্তগীর নাজারি জানান, মঙ্গলবার সকালে দেশটির নানগারহার প্রদেশের স্বাস্থ্য বিভাগের সদর দফতরের গেটে বিস্ফোরণ ঘটে।

প্রায় একই সময় অজ্ঞাত বন্দুকধারীরা জালালাবাদের দুটি পৃথক স্থানে গুলি করে ওই তিন নারী টিকাকর্মীকে হত্যা করে। তাদের ভেতর একজন ছিলেন পোলিও টিকাদান কর্মসূচির সুপারভাইজার এবং বাকি দুজন স্বেচ্ছাসেবী।

এসব হামলার পেছনে কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে চলতি মাসেই জালালাবাদে তিন নারী সংবাদকর্মীকে হত্যা করেছিল আইএস।

 

টাইমস/এসজে

Share this news on: