খালেদা জিয়ার প্রেস সচিব মারুফকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সিনিয়র নেতাদের নিয়ে সমালোচনা করার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) এ সংক্রান্ত চিঠি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে পাঠানো হয়েছে। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এ বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের দায়িত্ব পাওয়া এমরান সালেহ প্রিন্স গণমাধ্যমকে বলেন, প্রেস সচিব মারুফ কামাল খানকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্তটি দলের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে। আমি আদিষ্ট হয়ে অব্যাহতিপত্রটি গুলশান অফিসে পাঠিয়েছি।

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ২০১৮ সালের নির্বাচনের আগে থেকেই মারুফ কামাল খান নিষ্ক্রিয়। তিনি কর্মস্থলেও নিয়মিত নন। এছাড়া প্রায়ই তিনি দলের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে নানা ধরণের সমালোচনা করে আসছেন। যা দলের ভাবমূর্তি নষ্ট করছে বলে বিএনপির নীতিনির্ধারকরা মনে করেন। এসব কারণেই হয়তো তাকে দলীয় পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ