টিকা গ্রহণকারীরাই ওমরাহ পালনের সুযোগ পাবেঃ সৌদি কর্তৃপক্ষ

 

পবিত্র রমজান মাসে কেবল কভিড-১৯ এর টিকা নেওয়া ব্যক্তিরাই মক্কায় বছরব্যাপী ওমরাহ পালনের অনুমতি পাবে। সোমবার এ কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সোমবার (৫ এপ্রিল) সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা করোনার দুই ডোজ টিকা নিয়েছেন বা এক ডোজ টিকা নেয়ার পর কমপক্ষে ১৪ দিন পার হয়েছে অথবা যারা করোনা আক্রান্ত হওয়ার পর পুরোপুরি সেরে উঠেছেন শুধুমাত্র তারাই এবার মসজিদুল হারামে নামাজ পড়ার বা ওমরাহ করার সুযোগ পাবেন।

তবে এ নিয়ম রমজানের পরে হজ্জ মৌসুমেও বহাল থাকবে কি না তা এখনও পরিষ্কার নয়। গত বছর দেশটির মাত্র ১০ হাজার মানুষ হজ্জ করার সুযোগ পেয়েছিলেন। অথচ ২০১৯ সালে বিশ্বের ২৫ লাখ মুসলমান হজ সম্পাদন করেছিল।

বিদেশে অবস্থানরত সৌদি নাগরিক বা অন্য দেশের নাগরিকদের জন্য হজ্জ গত বছর বন্ধ ছিল। তবে চলতি বছর ঠিক কী পরিমাণ লোককে হজ্জের অনুমতি দেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, সৌদি আরবে তিন লাখ ৯৩ হাজার লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৬ হাজার ৭০০ জন।

 

টাইমস/এসজে

Share this news on: