নিষেধাজ্ঞা তুলে নেয়ার আগে সমঝোতা নয় : ইরান

নিষেধাজ্ঞা তুলে নিলেই কেবল ইরান সমঝোতায় বসতে রাজি বলে জানিয়েছেন দেশটির শীর্ষ পরমাণু আলোচক ও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। তিনি বলেছেন, ইরানকে সমঝোতার টেবিলে নেয়ার আগে যুক্তরাষ্ট্রকে তেহরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। অন্যথায় ইরান কোনও বৈঠকে আগ্রহী নয়।

অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কশিমনের বৈঠকের প্রেক্ষিতে ইরানের স্যাটেলাইট চ্যানেল প্রেস টিভিকে দেয়া সাক্ষাতকারে এসব কথা বলেছেন সাইয়্যেদ আব্বাস আরাকচি।

ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডে জানিয়েছে, ভিয়েনায় অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না। বৈঠকে রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইরান অংশ নিয়েছে। বৈঠকে শুধু ইরানের পরমাণু সমঝোতা ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে।

সাইয়্যেদ আরাকচি বলেন, বৈঠকে ইরান সমঝোতার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। কিন্তু সবার আগে যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। অন্যথায় এ বৈঠকের কোনও মূল্য থাকবে না। বৈঠকে অংশ নেয়া অন্য দেশগুলো তেহরানের বক্তব্য শুনেছে। তারা হয়তো যুক্তরাষ্ট্রকে বার্তা দিবেন। সিদ্ধান্ত তো তাদের হাতে।

 

টাইমস/এসএন

Share this news on: