চমেকে ফেলে যাওয়া সেই নবজাতকের মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ফেলে যাওয়া সেই নবজাতক মারা গেছে।

বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান নিউরোসার্জারি বিভাগের প্রধান ড. এস এম নোমান খালেদ চৌধুরী ।

ড. নোমান খালেদ বলেন, নবজাতকটির মেরুদণ্ড জন্মগতভাবে সরু ছিল। তার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল না। নবজাতকটি ‘প্রি-ম্যাচিওর বেবি’ ছিল।

এর আগে শুক্রবার দুপুরে একদিন বয়সী ওই নবজাতককে হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে ফেলে যায় স্বজনরা।


খোঁজাখুঁজির পর স্বজন পাওয়া না গেলে পাশের শয্যার এক রোহিঙ্গা নারী শিশুটিকে পরিচর্যা করেন। পাশাপাশি হাসপাতালের চিকিৎসক-নার্সরা সার্বক্ষণিক নজর রাখেন।

পরে মঙ্গলবার শারমিন নামে এক নারী ওই নবজাতককে নিজের সন্তান দাবি করেন। পরে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ যাচাই-বাছাই শেষে শিশুটি শারমিনের বলে নিশ্চিত হয়।

 

টাইমস/এমএএইচ/এএস/এইচইউ

Share this news on: