করোনায় ঢাবি অধ্যাপক ড. গালিবের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. গালিব আহসান খান মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মাহবুব আহসান খান গণমাধ্যমকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। অধ্যাপক ড. মাহবুব আহসান খান করোনায় মৃত্যুবরণকারী অধ্যাপক ড. গালিবের ছোট ভাই।

এদিকে অধ্যাপক ড. গালিবের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আকতারুজ্জামান শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় ঢাবি ভিসি বলেন, সাবেক ইউজিসি অধ্যাপক ড. গালিব আহসান খান একজন নিষ্ঠাবান ও মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষক ও গবেষক ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত সৎ, বিনয়ী, নম্র ও সজ্জন চরিত্রের অধিকারী। বিভাগের সব শিক্ষক ও শিক্ষার্থীর কাছে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় একজন। নৈতিকতা শিক্ষার প্রচার-প্রসারে ড. গালিব অসামান্য অবদান রেখে গেছেন।

 

টাইমস/এসএন

Share this news on: