হাতিয়া যাওয়ার পথে পণ্যবোঝাই ট্রলার ডুবি

চট্টগ্রাম থেকে নোয়াখালীর হাতিয়া যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে পণ্যবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। বৃহস্পতিবার ভোর পৌনে পাঁচটার দিকে বঙ্গোপসাগরের হাতিয়া সীমানায় এই আল্লাহরদান-১ নামে ট্রলারটি ডুবে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ট্রলারটির মালিক হাতিয়া উপজেলা সদরের ওছখালির বাসিন্দা মো. হেলাল জানান, ট্রলারটিতে কোটি টাকা মূল্যের বিভিন্ন পণ্য ছিল।

ট্রলারটির মালিক আরও বলেন, বুধবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের ফিশারিঘাট থেকে তাঁর প্রায় আড়াই লাখ টাকা মূল্যের মুদি পণ্যসহ হাতিয়ার ওছখালির বিভিন্ন ব্যবসায়ীর সিমেন্ট, রড ও টিন বোঝাই করে ট্রলারটি (আল্লাহরদান-১) হাতিয়ার উদ্দেশে রওনা হয়। ভোর পৌনে পাঁচটার দিকে হাতিয়া সীমানায় প্রবেশের কিছুক্ষণ পর আকস্মিক ঝড়ের কবলে পড়লে ট্রলারের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে ট্রলারটি পানিতে ডুবে যায়।

 

টাইমস/এসজে

 

Share this news on: