অরাজকতা করলে কঠোর ব্যবস্থা : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কেউ অরাজকতা করলে, জনগণের জানমালের ক্ষতি করলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। হেফাজতে ইসলামের ধংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (১০ এপ্রিল) দুপরে রাজধানীর কুর্মিটোলায় আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, হেফাজতকে প্রতিরোধের জন্য কার্যকর আইন আছে। একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি দেশে অরাজকতা, জনগণের সম্পদ বা জানমালের ক্ষতি করার চেষ্টা করে, এ সরকার তাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নিবে।

 

টাইমস/এসএন

Share this news on: