টাঙ্গাইলে ব্রিজ ভেঙে ট্রাক খাদে, যোগাযোগ বন্ধ

 

টাঙ্গাইলের নাগরপুরে ব্রিজ ভেঙে খাদে পড়ে গেছে বালুভর্তি একটি ট্রাক। শুক্রবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে নাগরপুর দরগ্রাম ভায়া ছনকা বাজার সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ব্রিজটি ভেঙে যায়। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সড়কসহ পাশের মানিকগঞ্জ জেলার দৌলতপুর, সাটুরিয়া ও ঢাকাগামী সড়কে সরাসরি যোগাযোগ বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, নাগরপুর দরগ্রাম ভায়া ছনকা বাজার সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বিজটির দুই পাশের রেলিং ভেঙে ও মাঝখানে গর্ত হয়ে যায়। এরপরও ঝুঁকি নিয়ে ওই সড়কে যানবাহন চলাচল করতো।

স্থানীয়দের অভিযোগ, বারবার উপজেলা এলজিইডি কর্মকর্তাদের বিষয়টি জানানো হলেও সংস্কারের কোনও উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এমনকি লাগায়নি কোনো সতর্কীকরণ সাইনবোর্ড। রাতে বালুভর্তি একটি ট্রাক ব্রিজের ওপর উঠার সময় ভেঙে খাদে পড়ে যায়।

এদিকে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, রাতে ঝুঁকিপূর্ণ ওই সেতু দিয়ে একটি বালুবাহী ট্রাক পার হওয়ার সময় পাটাতন ভেঙে সেতুর ওপরই আটকে পড়ে। এরপর থেকেই ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

খুব দ্রুতই সেতুটি ভেঙে সেখানে মাটি ভরাট করে যাতায়াতের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান।

 

টাইমস/এসজে

Share this news on: