গোপন বৈঠকে ভারত-পাকিস্তান, বরফ গলার পূর্বাভাস

বিরোধপূর্ণ কাশ্মীর ইস্যূসহ অন্যান্য ইস্যূতে বিরোধ কমাতে পুরোদমে কাজ শুরু করেছে ভারত-পাকিস্তান। প্রকাশ্য প্রচেষ্টার পাশাপাশি দেশদুটি এবার গোপনেও নানা কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। নিজেদের মধ্যেকার সংকট নিরসনে ভারত-পাকিস্তান তাদের সবগুলো কূটনৈতিক লবিং নিয়ে কাজ করে যাচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদনে এমন খবরই বেরিয়েছে।

রয়টার্স বলছে, ভারত ও পাকিস্তান এরই মধ্যে কাশ্মীর ইস্যূতে কয়েক দফা বৈঠক করেছে। দেশদুটির বিভিন্ন কূটনৈতিক চ্যানেল এই বৈঠকের আয়োজন করে। বৈঠকগুলোর একটি গত জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে।

দুবাইয়ের ঘনিষ্ঠ দুই সোর্সের বরাত দিয়ে রয়টার্স দাবি করেছে, সংযুক্ত আরব আমিরাত সরকারের সহযোগিতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকের বিষয়ে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে পাকিস্তানের বিশিষ্ট প্রতিরক্ষা বিশ্লেষক আয়েশা সিদ্দিকি দাবি করেছেন, কয়েক মাস ধরেই ভারত-পাকিস্তান নিয়মিত বৈঠক করে যাচ্ছে। তারা নিরপেক্ষ বিভিন্ন ভেন্যুতে বৈঠকে মিলিত হচ্ছে। থাইল্যান্ড, দুবাই ও লন্ডনেও হয়তো তারা বৈঠক করেছে।

 

টাইমস/এসএন

Share this news on: