যশোরে ককটেল বিস্ফোরণে শিশু নিহত, যুবলীগ নেতা আটক

যশোরের কেশবপুর উপজেলার একটি গ্রামে ককটেল বোমার বিস্ফোরণে আবদুর রহমান নামে (৫) এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নিহত শিশুর মা ও বোন। এঘটনায় স্থানীয় এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) কেশবপুর উপজেলার বাউশলা গ্রামে এঘটনা ঘটে। নিহত শিশু আবদুর রহমান ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ সালাউদ্দিন গণমাধ্যমকে জানান, শিশু আবদুর রহমানকে নিয়ে তার বাবা মিজানুর রহমান বৃহস্পতিবার মাঠ থেকে তাদের শ্যালোমেশিন আনতে যায়। শ্যালোমেশিনটি বাড়ি আনার পর আনার পর সেটা মেরামত করার এক পর্যায়ে যন্ত্রপাতির ব্যাগে থাকা একটি কৌটা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই শিশু আবদুর রহমান নিহত হয়।

শিশুটির মা নিলুফা বেগম (৩০) ও বোন মারুফা (৩) গুরুতর আহত হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে মিজানুর রহমানের পরিত্যক্ত শ্যালোমেশিনের ঘরে কেউ হয়তো বোমাটি রেখে গিয়েছিল। এঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তিনি স্থানীয় ‍যুবলীগের নেতা বলে জেনেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

টাইমস/এসএন

Share this news on: