মুজিবনগর সরকারের চাকুরে ছিলেন জিয়াউর রহমান : তথ্যমন্ত্রী

'মুজিবনগর সরকারের অধীনে মাসে চারশ' টাকার চাকুরে জিয়াউর রহমানের বিএনপি আজ ইতিহাসকে অস্বীকার করতে চায়' - এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার ১৭ এপ্রিল সকালে মুজিবনগর দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণে অংশগ্রহণ শেষে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আজ বাংলাদেশের প্রথম সরকার গঠনের সুবর্ণজয়ন্তী। এই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। জিয়াউর রহমানও এ সরকারের অধীনে চারশ টাকা বেতনে সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। দুঃখজনক হলেও সত্য যে, এই ঐতিহাসিক মুজিবনগর দিবসটি বিএনপি পালন করে না।

ড. হাছান মাহমুদ আরও বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন, ৭ই মার্চ , মুজিবনগর দিবস এমন অনেক কিছুই বিএনপি পালন করে না। এতে এটাই প্রমাণিত হয় যে, তারা ইতিহাসকে অস্বীকার করতে চায়।

 

টাইমস/এসজে

Share this news on: