ঐক্যবদ্ধ আন্দোলনের পথে বিএনপি : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐক্যবদ্ধ আন্দোলনেই দাবি আদায় করা হবে। সংকটময় পরিস্থিতিতেও বিএনপি টিকে আছে, টিকে থাকবে। বিএনপি জনগণের কথা বলে, তাই এই দলকে কখনোই সরকার নিঃশেষ করতে পারবে না।

সম্প্রতি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির বর্তমান ঘরোয়া কর্মসূচির বিষয়ে মির্জা ফখরুল বলেন, করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় কর্মসূচি পরিবর্তন করেছে দল। দেশের এমন কঠিন পরিস্থিতিতেও সরকারবিরোধী নতুন জোট গঠনের কাজ চলছে পুরোদমে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা আমাদের দলকে সংগঠিত করছি। অন্য দলেগুলোর সঙ্গে কথা বলা হচ্ছে এবং একটা ঐক্যের, জাতীয় ঐক্য সার্বিকভাবে জণগণের ঐক্য তৈরি করে আমরা এ অবস্থার-পরিস্থিতির অবসান ঘটাতে চাই।

বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের কথা বলায় বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র হয়েছে। কিন্তু জনগণ সঙ্গে থাকায় কোনও ষড়যন্ত্রই কাজে আসেনি। বিএনপির সঙ্গে দেশের মানুষের আত্মার সম্পর্ক। যারা সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র টিকিয়ে রাখতে চায়, তারা অবশ্যই বিএনপির পাশে থাকবে।

 

টাইমস/এসএন

Share this news on: