‘কঠোর লকডাউন’ বাড়লো আরও এক সপ্তাহ

সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়েছে সরকার। বিশেষজ্ঞদের পরামর্শে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা জানিয়েছেন।

সোমবার (১৯ এপ্রিল) সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

এছাড়া জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও একই কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়বে। সোমবার সন্ধ্যা নাগাদ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।

এদিকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। মানুষ প্রতিদিন আশঙ্কাজনক হারে আক্রান্ত হচ্ছে। বাড়ছে মৃতের সংখ্যা। মানুষের জীবন বাঁচানোর তাগিদে সরকার কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

ওবায়দুল কাদের আরও বলেন, জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগেই লকডাউন শিথিলের চিন্তা ভাবনা করছে।

এর আগে গত রোববার করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রোধে আরও এক সপ্তাহের জন্য ‘কঠোর লকডাউনের’ সুপারিশ করে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। রোববার রাতে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সুপারিশ করা হয়।

এদিকে সোমবার (১৯ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেও এসব বিষয় নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন ঘোষণা করে সরকার। যা আগামীকাল মঙ্গলবার শেষ হওয়ার কথা ছিল। কিন্তু প্রথম দফা কঠোর লকডাউনের মেয়াদ শেষ হওয়ার আগেই আরও এক সপ্তাহ লকডাউনের ঘোষণা দিল সরকার।

 

টাইমস/এসএন

Share this news on: