প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণা করতেন তিনি...

প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগে লক্ষ্মীপুরে আবদুল মতিন নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে জাল টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) দুপুর ১২ টার দিকে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামের র‌্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১। এর আগে জেলার রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চর আফজাল গ্রাম থেকে আবদুল মতিনকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব জানিয়েছে, প্রতারক আবদুল মতিন প্রথম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। তিনি বিভিন্ন অফিস ও আর্থিক প্রতিষ্ঠানে গিয়ে নিজেকে প্রধানমন্ত্রীর পিএস-১ হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। এভাবে তিনি বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠান থেকে নগদ ও বিকাশের মাধ্যমে বিপুল টাকা হাতিয়ে নিয়েছেন। এমনকি তিনি জাল টাকা ও মাদক ব্যবসার সঙ্গেও জড়িত রয়েছে বলে র‌্যাব নিশ্চিত হয়েছে।

র‌্যাব-১১ সিপিসি-৩ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন গণমাধ্যমকে জানান, রামগতির চর আফজাল গ্রামের আবদুর রবের ছেলে আবদুল মতিন দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণা করে আসছিলেন।

প্রতারক আবদুল মতিন নিজের দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করে প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। তার কোন বৈধ পেশা নেই। তিনি একজন প্রতারক। এছাড়া তিনি জাল টাকা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এঘটনায় প্রতারক আবদুল মতিনের কাছ থেকে বেশ কয়েকটি ভুয়া এনআইডি জব্দ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ৩টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
তানজিদের অভিষেক ফিফটিতে টাইগারদের বড় জয় May 03, 2024
img
শনিবার থেকে ট্রেনে বাড়তি ভাড়া, কোন রুটে কত May 03, 2024
img
আরআরআর'র সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক তাওহীদুল ইসলাম May 03, 2024
img
মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হলো আসিফের May 03, 2024
img
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা : জয়দেবপুর স্টেশন মাস্টারসহ তিনজন সাময়িক বরখাস্ত May 03, 2024
img
নির্বাচনী আচরণবিধি না মানলে কাউকে ছাড় দেয়া হবে না: ইসি রাশেদা May 03, 2024
img
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তানজিদের অভিষেক May 03, 2024
img
অতি গরমের প্রভাব বাজারে, বেড়েছে মুরগি-সবজির দাম May 03, 2024
img
সরকারকে যারা চাপে রাখতে চেয়েছিল তারা নিজেরাই চাপে আছে: ওবায়দুল কাদের May 03, 2024
img
শনিবার বন্ধ থাকবে ২৫ জেলার স্কুল-মাদরাসা May 03, 2024