শ্রেষ্ঠদের এলিট ক্লাবে সাকিব

তিন ভার্সনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও ৫০০ উইকেট নেয়ার মাইল ফলক অর্জন করেছেন সাকিব আল হাসান। এই এলিট ক্লাবে এখন পর্যন্ত নাম লিখিয়েছেন মাত্র ৩ জন ক্রিকেটার। যার মধ্যে রয়েছেন সাবেক সাউথ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিস, পাকিস্তানি সাবেক ক্যাপ্টেন শহিদ আফ্রিদি ও বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।

বাংলাদেশ দলের হার্টথ্রুব সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটের তিন ভার্সনে ১১৯৩৩ রান ও ৫৬৮ উইকেট পাওয়ার জন্য খেলেছেন মোট ৩৪২টি ম্যাচ। যার মধ্যে টেস্টে মোট ৫৭টি ম্যাচ খেলে ৩৯.৭ গড়ে করেছেন ৩৯৩০ রান। একদিনের ম্যাচে ৩৭.৮৬ গড়ে ৬৪৩৬ রান করতে খেলেছেন মোট ২০৯টি ম্যাচ। আর টি-টোয়েন্টিতে ৭৬ ম্যাচ খেলে ২৩.৭৪ গড়ে করেছেন ১৫৬৭ রান। উইকেট পেয়েছেন, টেস্টে ২১০টি, ওয়ানডে তে ২৬৬টি ও টি-টোয়েন্টিতে ৯২টি।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস আন্তর্জাতিক ক্রিকেটের তিন ভার্সনে ২৫৫৩৪ রান ও ৫৭৭ টি তিন ভার্সন মিলে মোট আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৫১৯টি। তার মধ্যে টেস্টে মোট ১৬৬টি ম্যাচ খেলে ৪৫.৯৮ গড়ে করেছেন ১৩২৮৯ রান। একদিনের ম্যাচে ৪৪.৩৬ গড়ে ১১৫৭৯ রান করতে খেলেছেন মোট ৩২৮টি ম্যাচ। আর টি-টোয়েন্টিতে ২৫ ম্যাচ খেলে ৩৫.০৫ গড়ে করেছেন ৬৬৬ রান। উইকেট পেয়েছেন, টেস্টে ২৯২টি, ওয়ানডে তে ২৭৩ ও টি-টোয়েন্টিতে ১২টি।

এই এলিট ক্লাবের আরেক সদস্য সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদি ১১১৯৬ রান ও ৫৪১টি উইকেট পেতে তিন ভার্সন মিলে মোট আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৫২৪টি। তার মধ্যে টেস্টে মোট ২৭টি ম্যাচ খেলে ৩৬.৫১ গড়ে করেছেন ১৭১৬ রান। একদিনের ম্যাচে ২৩.৫১ গড়ে ৮০৬৪ রান করতে খেলেছেন মোট ৩৯৮টি ম্যাচ। আর টি-টোয়েন্টিতে ৯৯ ম্যাচ খেলে ১৭.৯২ গড়ে করেছেন ১৪১৬ রান। উইকেট পেয়েছেন, টেস্টে ৪৮টি, ওয়ানডে তে ৩৯৫ ও টি-টোয়েন্টিতে ৯৮টি।

বর্তমানে এই এলিট ক্লাবের তিনজনের বাকি দুজনে অবসরে চলে গেলেও সাকিব আল হাসান খেলে যাচ্ছেন পূর্ণ ফর্মে।

 

টাইমস/আরএ

Share this news on:

সর্বশেষ