ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার (১ মে) উপজেলার বড়তল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বড়তল্লা গ্রামের জিলাপিবাড়ির সঙ্গে একই গ্রামের সফরপাড়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিলো।

এরই জেরে গত ২৭ এপ্রিল বড়তল্লা গ্রামের চকবাজারে স্ট্যান্ডে রিকশা রাখাকে কেন্দ্র করে প্রথম দফা সংঘর্ষ হয়। এরই জেরে শনিবার সকালে বড়তল্লা গ্রামে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আশুগঞ্জ থানার ওসি মোহাম্মদ জাবেদ মাহমুদ গণমাধ্যমকে বলেন, সংঘর্ষে জড়িত সন্দেহে আটজনকে আটক করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: